চাও লি চিয়ান বলেছেন, 'প্রিজম' পরিকল্পনার আওতায় বিশ্বের বৃহত্তম সাইবার তথ্য চুক্তিকারী হিসেবে এনএসএ সরাসরি অন্য দেশের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ করে, এটি খুব হাস্যকর ব্যাপার। এনএসএ বহু বছর ধরে বিশ্বের বৃহত্তম সাইবার হামলা ও তথ্য চুরি করছে, নিজের মিত্র দেশও তাদের এ তত্পরতার শিকার। সফটওয়ার ও হার্ডওয়ার খাতে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয় এবং সবচেয়ে বেশি স্পর্শকাতর তথ্য জানে। যুক্তরাষ্ট্র বিভিন্ন লুপ-হোল দিয়ে সাইবার আক্রমণ ও তথ্য চুরি করে।
চাও লি চিয়ান বলেন, মিথ্যা কথা হাজার বার বললেও তা সত্য হবে না। যুক্তরাষ্ট্র একটি 'হ্যাকার দেশ'। দেশটির উচিত বড় গলায় কথা বলা বন্ধ করা।
(শুয়েই/তৌহিদ/লিলি)