অক্টোবর ২১: রাশিয়ার ফেডারেল সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গতকাল (মঙ্গলবার) জানান, স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথের জৈব গবেষণাগারে যুক্তরাষ্ট্রের গোপন তত্পরতা গভীর দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে জৈব গবেষণাগার তৈরির পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশে এমন আরও স্থাপনা তৈরির চেষ্টা করছে। তবে, যুক্তরাষ্ট্রের এসব কাজ ও গবেষণা একেবারেই অস্পষ্ট ও অস্বচ্ছ। এ প্রসঙ্গে বুধবার বিকেলে বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন বলেন, অন্য দেশে যুক্তরাষ্ট্রের বায়োমিলিটারাইজেশন কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক সমাজ এর আগেও উদ্বেগ জানিয়েছে। চীন বহুবার বলেছে, যুক্তরাষ্ট্রের এসব কার্যক্রম অস্বচ্ছ, অনিরাপদ ও অযৌক্তিক।
এসব গোপন গবেষণাগার তৈরির পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য কী? যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশ থেকে কী পরিমাণ জীব সম্পদ ও তথ্য চুরি করেছে? এসব পরীক্ষাগার তৈরির কাজ কি নিরাপত্তার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ? পরমাণু নিঃসরণের ঝুঁকি আছে কিনা? কেন যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্র 'জৈব অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি' যাচাই ব্যবস্থার বিরোধিতা করছে? মার্কিন প্রশাসনের কাছে এসব প্রশ্নের উত্তর চায় চীন। (লিলি/তৌহিদ/শুয়েই)