অক্টোবর ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন সক্রিয়ভাবে কোভ্যাক্স উদ্যোগকে সমর্থন দিয়েছে। ৮ অক্টোবরে চীন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস ও ইমিউনাইজেশনের সাথে চুক্তি স্বাক্ষর করে এবং আনুষ্ঠানিকভাবে কোভ্যাক্সে যোগ দেয়। বর্তমানে, চীনে চারটি নভেল করোনাভাইরাসের টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চলছে। কোভ্যাক্সে যোগদানে চীনের উদ্দেশ্য হলো- ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে টিকার সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা, উন্নয়নশীল দেশগুলোতে টিকা প্রদান নিশ্চিত করা এবং আরও সক্ষম দেশগুলোকে কোভ্যাক্সে যোগদানে উত্সাহিত করা।
মুখপাত্র আরও বলেন, চীন সরকার কোভ্যাক্সে প্রকল্পে চীনের টিকা গবেষণা ও উন্নয়ন শিল্পপ্রতিষ্ঠানগুোর অংশগ্রহণে সমর্থন দিচ্চে এবং উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহে সক্রিয় সহায়তা দেবে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)