"জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উচ্চ পর্যায়ের ধারাবাহিক সম্মেলনে সি চিন পিংয়ের বক্তব্যের" আলাদা সংস্করণ প্রকাশিত
  2020-10-21 18:30:09  cri

অক্টোবর ২১: "জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে উচ্চ পর্যায়ের ধারাবাহিক সম্মেলনে সি চিন পিংয়ের বক্তব্যের" আলাদা সংস্করণ আজ (বুধবার) চীনে প্রকাশিত হয়েছে।

এ বইটিতে 'জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর শীর্ষসম্মেলনের বক্তৃতা', '৭৫তম জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের বক্তব্য', 'জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে বক্তৃতা' এবং "জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বেইজিং বিশ্ব নারী সম্মেলনের ২৫তম বার্ষিকী স্মরণে উচ্চ পর্যায়ের বৈঠকের বক্তৃতা'সহ চারটি গুরুত্বপূর্ণ বক্তৃতা অন্তর্ভুক্ত হয়েছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040