গত সোমবার চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত চীনের প্রথম তিন প্রান্তিকের অর্থনৈতিক সূচকের ওপর নিবিড় দৃষ্টি রাখে বিভিন্ন দেশের সংবাদমাধ্যম।
যুক্তরাষ্ট্রের সিএনএনের খবরে বলা হয়, তৃতীয় প্রান্তিকে চীনা অর্থনীতির প্রবৃদ্ধির হার ৪.৯ শতাংশ হয়েছে। যা করোনাভাইরাস সংক্রমণের পর চীনা অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার প্রবণতার বহিঃপ্রকাশ। বিশেষ করে, যখন গোটা বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস মহামারি প্রতিরোধের চেষ্টা করছে, তখন চীন আবারও বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, মহামারি নিয়ন্ত্রণ করতে পারলে অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হবে।
'ওয়াল স্ট্রিটের' খবরে বলা হয়, ছয় মাস আগে করোনাভাইরাসের মহামারি চীনা অর্থনীতির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে। এখন চীনা অর্থনীতির টেকসই পুনরুদ্ধার আবারও প্রমাণ করেছে যে, চীনের অর্থনৈতিক উন্নয়নের দৃঢ় শক্তি রয়েছে। কর্মসংস্থান, ভোগ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন অর্থনৈতিক সূচকে চীনা অর্থনীতি পুনরুদ্ধারের গতি অন্যান্য দেশের চেয়ে দ্রুত দেখা যাচ্ছে।
এপির খবরে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে চীনের কঠোর ব্যবস্থা দেশীয় অর্থনীতি পুনরুদ্ধারে উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। চীনা অর্থনীতি পুনরুদ্ধারের আকার বাড়ছে। সরকারের উত্সাহব্যঞ্জক ব্যবস্থার ওপর নির্ভরতাও কমছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)