গতকাল (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের 'যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা'সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে চীনের বিজ্ঞান মন্ত্রণালয়ের সামাজিক উন্নয়ন বিভাগের উপ-প্রধান থিয়ান পাও কুও এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, বিজ্ঞান ও গবেষণা গ্রুপ ভাইরাসের মিউটেশন সমস্যায় অনেক গুরুত্ব দিচ্ছে। দেশের ৩০টিরও বেশি গবেষণা সংস্থা যৌথভাবে ভাইরাসের মিউটেশন নিয়ে গবেষণা করছে। বর্তমানে বিশ্বের ডেটাবেসে শতাধিক দেশ ও অঞ্চলের প্রায় দেড় লাখ করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স আছে। ৮০ হাজার উচ্চ মানের ভাইরাসের জিনের গঠনের তুলনা ও গবেষণার পর আবিষ্কৃত হয়েছে যে, ভাইরাসের মিউটেশন বেশি হয় নি, এটি স্বাভাবিক মাত্রায় রয়েছে এবং টিকা গবেষণায় কোনও প্রভাব পড়ে নি।
(শুয়েই/তৌহিদ/লিলি)