চলতি বছর প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে শুধু চীন ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে: আইএমএফ
  2020-10-21 15:53:41  cri


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত ১৩ অক্টোবর 'বৈশ্বিক অর্থনীতির সম্ভাবনা রিপোর্ট' প্রকাশ করে। রিপোর্টে বলা হয়, ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি ৪.৪ শতাংশ সংকুচিত হবে, তবে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ১.৯ শতাংশ হতে পারে। চীন হবে বিশ্বে একমাত্র বড় অর্থনীতি যে এই সাফল্য অর্জন করবে।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ বলেন, আইএমএফ কেন চীনা অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশিত লক্ষ্য বাড়িয়ে দিয়েছে? চীনের রপ্তানি ও পুঁজি বিনিয়োগের অবস্থা ভাল বলে।

পাশাপাশি তিনি উল্লেখ করেন, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে চীনা সরকারের পুঁজি বিনিয়োগের পরিমাণ প্রত্যাশার চেয়েও বেশি। চীনা অর্থনীতির পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সরকারি পুঁজি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তিগত পুঁজির পরিমাণও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে চীনা অর্থনীতির ভূমিকাসম্পর্কিত আলোচনায় আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ বলেন, বিশ্বে একক প্রধান অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে চীনা অর্থনীতির ইতিবাচক প্রবৃদ্ধি বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। বিশেষ করে নিকর্টবর্তী দেশগুলো এবং চীনের বাণিজ্যিক অংশীদারদের জন্য এটা হবে আরও কল্যাণকর।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040