থিয়ান পাও কুও বলেন, যে-কোনো টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালে সংশ্লিষ্ট লোকদের শরীরে কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিন্তু চীনা টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া খুব হালকা ধরনের। টিকা গ্রহণকারীদের ইনজেকশন সাইটে ফোলা লালভাব দেখা যাচ্ছে এবং তারা স্বল্পস্থায়ী জ্বরেও আক্রান্ত হচ্ছেন—যা স্বাভাবিক।
চীনের সিনোফার্ম গ্রুপের চেয়ারম্যান লিউ চিং চেন প্রেস ব্রিফিংয়ে বলেন, তার গ্রুপের তৈরি দুটি টিকা বর্তমানে আরব আমিরাতসহ ১০টি দেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এ ট্রায়ালে ৫০ হাজার লোক অংশগ্রহণ করছেন। এ পর্যন্ত কোনো গুরুতর পার্শ্ব-প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। (রুবি/আলিম/আকাশ)