সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংকের অর্থনীতিবিদ টমি দুংমিং সিয়ে বলেন, চীনের প্রকাশিত পরিসংখ্যান প্রমাণ করেছে যে, চীন দ্রুত মহামারি পুনরুদ্ধার করছে। প্রথম তিন প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৭ শতাংশ, উত্পাদন ও পুঁজি বিনিয়োগও পুনরুদ্ধার হচ্ছে। যা বিশ্ব অর্থনীতি উন্নয়নে সহায়ক হবে।
ভারতের গ্লোবাল সেন্টার ফর চাইনিসের মহাপরিচালক প্রসন শার্মা বলেন, চীনের জিডিপির প্রবৃদ্ধি উত্সাহব্যাঞ্জক। বর্তমানে সারা বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের ইতিবাচক উপাদান খুঁজছে। চীনের অর্থনীতি উন্নয়নের ভালো প্রবণতা দেখা দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের 'নিউইয়র্ক টাইমস' পত্রিকার খবরে বলা হয়, যখন সারা বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস মহামারি প্রতিরোধের চেষ্টা করছে, তখন চীন আবারও বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, মহামারি নিয়ন্ত্রণ করতে পারলে অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হবে। চীন হল চলতি বছর অর্থনীতির ইতিবাচক প্রবৃদ্ধি নিয়ে রিপোর্ট করা প্রথম দেশ।
যুক্তরাষ্ট্রের সিএনএন অর্থনীতিবিদের কথার উদ্ধৃতি দিয়ে জানায়, চীনের অর্থনীতি তৃতীয় প্রান্তিকে অব্যাহতভাবে পুনরুদ্ধার হচ্ছে, পুনরুদ্ধারের গতি বাড়ছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)