মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সহায়তা দেওয়ার যুদ্ধের ৭০ বছর পূর্তিতে চীনে প্রদর্শনী
অক্টোবর ২০: গতকাল (সোমবার) মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধের ৭০ বছর পূর্তিতে বেইজিংয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পরিদর্শনকালে জোর দিয়ে বলেন, এই যুদ্ধে স্থাপিত মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দানের মহান মর্ম খুব মূল্যবান মানসিক সম্পদ; যা চীনা জনগণ এবং চীনা জাতিকে যে কোনো ধরনের কঠিনতা ও শত্রুকে পরাজিত করায় উত্সাহ দেবে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, শান্তি রক্ষা ও আগ্রাসন প্রতিরোধের জন্য চীনের কমিউনিস্ট পার্টি ও সরকার মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দান এবং দেশ রক্ষা করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। যা বিশ্বের শান্তি ও মানবজাতির উন্নয়নে বিরাট অবদান রেখেছে। মার্কিন হামলা প্রতিরোধ ও উত্তর কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধে বিজয় হল ন্যায়ের বিজয়, শান্তির বিজয় ও জনগণের বিজয়।
(শুয়েই/তৌহিদ/লিলি)