জানা গেছে, যুক্তরাষ্ট্রের আমদানি-রপ্তানি ব্যাংকের চেয়ারম্যান কিম্বার্লি রিড গত শনিবার এক প্রবন্ধে বলেন, ১০/১২ বছর ধরে চীনের কমিউনিস্ট পার্টি মেধাস্বত্ব চুরি করা, প্রযুক্তি হস্তান্তর করা, ব্যাপকভাবে মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণ করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর আঘাত হেনেছে। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী কেইথ ক্রাচ এক টুইটার-বার্তায় বলেন, সিপিসির 'অবিশ্বাস্য ভালো' বাণিজ্য সত্য নয়।
চীনের মুখপাত্র চাও এ সম্পর্কে বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্র তথাকথিত 'রাষ্ট্রীয় নিরাপত্তার' অজুহাতে অন্য দেশের শিল্প প্রতিষ্ঠানের ওপর আঘাত হেনেছে, বিদেশি শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি এবং মার্কিন কোম্পানির কাছে প্রযুক্তি হস্তান্তরে বল প্রয়োগ করেছে। এটি হল বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ও বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার গুরুতর লঙ্ঘন।
মুখপাত্র আরও বলেন, যেসব দেশের ঋণ ফেরত দিতে সমস্যা হয়, চীন তাদের বল প্রয়োগ করে না; বরং দ্বিপক্ষীয় যোগাযোগ বজায় রাখে এবং সংশ্লিষ্ট দেশের চাহিদা অনুযায়ী ঋণ মওকুফের ব্যবস্থা করে। চীন সক্রিয়ভাবে জি-টোয়েন্টির 'সবচেয়ে গরীব দেশের ঋণ ফেরত স্থগিত রাখার আহ্বানে' অংশ নিচ্ছে। বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্ব অর্থনীতি ও বিভিন্ন দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের মহামারির প্রাদুর্ভাব কমানোর চেষ্টা করছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)