সিনচিয়াং ইস্যুতে পাকিস্তানের ন্যায্য অবস্থানের প্রশংসা করে চীন
  2020-10-20 18:58:30  cri
অক্টোবর ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, সিনচিয়াং ইস্যুতে পাকিস্তানের ন্যায্য অবস্থানের প্রশংসা করে চীন।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে পাকিস্তানি কর্মকর্তারা বলেছিলেন যে, পাকিস্তানি প্রতিনিধিরা সিনচিয়াং সফর করেছেন, সিনচিয়াংয়ের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন এবং সিনচিয়াংয়ের সব গোষ্ঠীর লোকদের আইনগত সম-অধিকার ভোগ এবং সুখী জীবনযাপন প্রত্যক্ষ করেছেন।

মুখপাত্র বলেন, কিছুদিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে সিনচিয়াং বিষয়ে চীনকে সমর্থন জানিয়ে ৪৮ টি দেশ যৌথ বিবৃতি দিয়েছে। এতে সিনচিয়াং ইস্যুতে চীনের ন্যায়বিচারের পক্ষে তাদের অবস্থান প্রকাশিত হয়েছে। এটি আন্তর্জাতিক মতও বটে।

মুখপাত্র বলেন, ২০১৮ সালের পর ৯০টিরও বেশি দেশের কয়েক হাজার প্রতিনিধি সিনচিয়াং সফর করেছে। তারা সিনচিয়াংয়ের স্থিতিশীলতা ও সমৃদ্ধ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন এবং সিনচিয়াংয়ের সন্ত্রাসবিরোধী ও মৌলবাদবিরোধী পদক্ষেপের প্রশংসা করেছেন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040