চাও বলেন, চীনের বিশাল শ্রমশক্তির অংশ হিসাবে, সিনচিয়াংয়ের সংখ্যালঘু শ্রমিকসহ সব নৃগোষ্ঠীর অধিকার আইন দ্বার সুরক্ষিত। তাদের রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, ভাষা সবই আইন দিয়ে সুরক্ষিত। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার সব জাতি গোষ্ঠীর মানুষের কর্মসংস্থানের ইচ্ছাকে মেনে চলে ও সর্বাধিক কর্মসংস্থানের অধিকার রক্ষা করে। যুক্তরাষ্ট্রের কিছু লোক বার বার সিনচিয়াংয়ের জাতিগত সংখ্যালঘুদের 'যত্ন' নেওয়ার দাবি করেছেন, অন্যদিকে তারা সিনচিয়াংয়ে বিভিন্ন উদ্যোগ দমনের চেষ্টা করছে।
মুখপাত্র আরো বলেন, পম্পেওর মতো রাজনীতিবিদরা যত মিথ্যাই বলুক না কেন, সিনচিয়াংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বন্ধ হবে না এবং চীনের অগ্রগতি থামবে না।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)