অক্টোবর ২০: সিনচিয়াং উন্নয়ন গবেষণা কেন্দ্র আজ (মঙ্গলবার) 'সিনচিয়াংয়ের জাতিগত সংখ্যালঘুদের কর্মসংস্থান সম্পর্কিত তদন্ত প্রতিবেদন' প্রকাশ করেছে। এতে বলা হয়, সিনচিয়াংয়ের সংখ্যালঘুগোষ্ঠীর মানুষ সবচেয়ে শালীন কাজ করছে। এটি সিনচিয়াংয়ের মানবাধিকার উন্নয়ন ও অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ, এটি চীন সরকারের সিনচিয়াং নীতির একটি উল্লেখযোগ্য সাফল্য।
১৯৯৯ সালে, আন্তর্জাতিক শ্রম সংস্থা সর্বপ্রথম 'শালীন কাজের' ধারণার প্রস্তাব দেয়। এতে কর্মসংস্থান প্রচার, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং শ্রমিকদের মৌলিক অধিকার এবং স্বার্থরক্ষার মাধ্যমে, সরকার, ব্যবসায়ী সংগঠন ও ট্রেড ইউনিয়নের মধ্যে তৃপক্ষীয় আলোচনা ও সংলাপ সম্পাদনের কথা বলা হয়। পাশাপাশি, শ্রমিকদের স্বাধীনতা, ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদার শর্তে কাজ করার গ্যারান্টি দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ জাতিগত সংখ্যালঘু জাতির মুসলিম মানুষ অন্য প্রদেশে কাজে যোগ দিলে স্থানীয় সরকার তাদের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার অধিকারকে সম্মান করে ও সুরক্ষা দেয় এবং তাদের স্বাভাবিক ধর্মীয় চাহিদা পূরণে সহায়তা করে। তা ছাড়া শ্রম ও কর্মসংস্থানের মাধ্যমে নারীকে স্বাধীন করা হয়েছে।
পশ্চিমা কিছু থিঙ্ক ট্যাঙ্কের 'বাধ্যতামূলক শ্রমের' অভিযোগ একেবারেই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)