তথাকথিত 'তিব্বতের নির্বাসিত সরকার' সম্প্রতি এক বিবৃতিতে জানায়, তাদের প্রধান লোবসাং সানগাই গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের তথাকথিত 'নতুন তিব্বত-বিষয়ক বিশেষ সমন্বয়কারী' মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট দেষ্ট্রোর সঙ্গে দেখা করেছে। চীনের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, তিব্বত ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ এতে অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র তথাকথিত 'তিব্বত-বিষয়ক বিশেষ সমন্বয়কারীর' পদ তৈরি করেছে, যা নগ্ন রাজনৈতিক হস্তক্ষেপ। এটি শুধু চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং তিব্বতের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা। চীন এর দৃঢ় বিরোধিতা করে।
(শুয়েই/তৌহিদ/লিলি)