হোটেল ওয়েট্রেস বৌইমা
বৌইমা চীনের সিনচিয়াংয়ের হ্যাথিয়েন কাউন্টির একটি হোটেল ওয়েট্রেস। তার প্রতিদিনের কাজ অতিথিদের জন্য ঘরগুলো পরিষ্কার করা। ম্যানেজারের নির্দেশনায় বৌইমা দ্রুত অগ্রগতি লাভ করেন। আরও বেশি সংখ্যক অতিথি এখন হ্যাথিয়েন হোটেলগুলিতে আসছে। হোটেলের ব্যবসায় উন্নতি হয়েছে, এবং বৌইমার আয়ও বেড়েছে। বৌইমার একটি ছোট্ট স্বপ্নও আছে। তা হলো ভবিষ্যতে পেরেক সেলুন খোলা। সে তার অতিরিক্ত সময়ে তিনি বোনের জন্য ম্যানিকিউর করেন, চুল সাজাতে সাহায্য করেন। এখন যেহেতু আরও বেশি লোক সৌন্দর্যচর্চা করছে, তাই বৌইমা আশা করেন যে তিনি ও সকলেই প্রতিদিন সুন্দর হয়ে উঠবেন।