"জিয়াশি মেলন কিং" সায়দুল্লা
  2020-10-20 17:14:57  cri
সায়দুল্লা সিনচিয়াংয়ের জিয়াশি কাউন্টির এক যুবক। জিয়াশি'র অনন্য টপোগ্রাফিক্যাল পরিস্থিতি জিয়াশি তরমুজের অনন্য বৈশিষ্ট্য। গত দুই বছরে সায়দুল্লার হোমটাউন আরও উন্নত হয়েছে। প্রতি জুন ও জুলাই মাসে, তরমুজসহ অন্যান্য ফলের সুবাস পাওয়া যায়। সায়দুল্লা কয়েকশ' একর জমিতে জিয়াশি তরমুজ চাষের জন্য চুক্তি করেন।

কাউন্টিতে জিয়াশি তরমুজ বাছাইয়ের জন্য একটি কৃষি পরীক্ষা কেন্দ্র এবং কৃষি বিজ্ঞান স্টেশন রয়েছে। সায়দুল্লা বলেন, রোপণ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত, ব্যবস্থাপনা থেকে শুরু করে রোগ প্রতিরোধ পর্যন্ত এই কাউন্টির পেশাদার প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পরামর্শ সেবা দিয়েছিল, যা খুবই স্বস্তিদায়ক। জিয়াশি কাউন্টিও সিনচিয়াংয়ের বৈশিষ্ট্যময় ফল ও শাকসবজি পুরো দেশে পরিবহনের জন্য রেলপথ ও সড়ক পথের উপর নির্ভর করেছিল, কৃষি পণ্যগুলোর ঐতিহ্যবাহী বাণিজ্যিক পদ্ধতি পরিবর্তন করেছিল। সায়দুল্লা বলেছিলেন, "যদিও আমি শহর থেকে অনেক দূরে আছি তবুও আমি আমার চিন্তাভাবনা সামনে এগিয়ে নিয়েছি। আমরা বিশ্বের খুব কাছেই আছি। একটি রাস্তা, একটি গাড়ি, একটি দরজা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040