অক্টোবর ২০: চীনের পঞ্চিমাঞ্চলের সামরিক মুখপাত্র কর্নেল চাং শুই লি গতকাল (সোমবার) জানান, গত রোববার একজন চীনা সৈনিক জনৈক পশুপালকের হারিয়ে-যাওয়া-গরু খুঁজতে গিয়ে পথ হারায়। চীনের সীমান্ত বাহিনী ঘটনার পর পরই বিষয়টি ভারতকে অবহিত করে এবং সৈনিকটিকে খুঁজে বের করতে ভারতীয় পক্ষের সাহায্য চায়। ভারত সাহায্য করতে রাজি হয় এবং সৈনিকটির সন্ধান পেলে চীনা কর্তৃপক্ষের হাতে তুলে দেবার প্রতিশ্রুতি দেয়।
তিনি আরও বলেন, পরে ভারতীয় পক্ষ একজন চীনা সৈনিককে খুঁজে পাওয়ার খবর চীনকে জানায় এবং স্বাস্থ্য পরীক্ষাশেষে তাকে চীনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা বলে। চীন আশা করে, ভারত নিজের প্রতিশ্রুতি পূরণ করবে এবং চীনা কর্তৃপক্ষের হাতে সৈনিকটিকে হস্তান্তর করবে। (ইয়াং/আলিম/তান)