চীনা কোম্পানি প্রতিরোধে 'ক্লিন নেটওয়ার্ক' ব্যবহার করছে যুক্তরাষ্ট্র: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-10-19 19:10:59  cri

অক্টোবর ১৯: সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা কোম্পানি প্রতিরোধে তথাকথিত 'ক্লিন নেটওয়ার্ক' ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ ইউরোপীয় শিল্প সমিতি বয়কট করেছে। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন এ সম্পর্কে কথা বলেছেন।

মুখপাত্র বলেন, চীন ইউরোপীয় শিল্প সমিতির ন্যায্য অবস্থানকে সমর্থন জানায়। এতে আবার প্রমাণিত হয় যে, তথাকথিত "ক্লিন নেটওয়ার্ক" বৈষম্যমূলক, একতরফা, রাজনৈতিক ও নোংরা প্রক্রিয়া।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নেটওয়ার্কে নজরদারি করছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি এনক্রিপ্ট করা অ্যাপ্লিকেশনে ব্যাকডোর স্থাপন করতে "ফাইভ আইস এলায়েন্স" গঠন করেছে। এই নোংরা নেটওয়ার্ক একতরফা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র অন্যায় কাজে এর ব্যবহার করেছে। তথাকথিত "ক্লিন নেটওয়ার্ক" মিথ্যা ও বিজ্ঞান-প্রযুক্তির অপব্যবহার এবং স্নায়ুযুদ্ধের মানসিকতা চর্চার পদ্ধতি।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040