অক্টোবর ১৯: কিছু মার্কিন রাজনীতিবিদ চীনের মুখে কালি লেপনের সর্বাত্মক চেষ্টা করছেন। তারা সম্প্রতি পরিবেশ রক্ষা খাতে চীনকে অপবাদ দিয়েছেন। আসলে যুক্তরাষ্ট্র স্বদেশের পরিবেশ-বান্ধব নীতি উপেক্ষা করা ছাড়াও, সারা বিশ্বের পরিবেশ, কার্যকারিতা ও সাফল্যের ক্ষতি করছে। এদিকে, পরিবেশ রক্ষা খাতে চীনের অবদান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন খাতের সঙ্গে সম্পর্কিত।
আজ (সোমবার) বিকেলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র চাও লি চিয়েন এসব কথা বলেন।
উল্লেখ্য, এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে 'যুক্তরাষ্ট্র পরিবেশের ক্ষতি করার তালিকা' এবং 'যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পরিচালনায় ক্ষতি করার রিপোর্ট'-সংক্রান্ত দুটি দলিল প্রকাশিত হয়।
(লিলি/তৌহিদ/শুয়েই)