চাইনিজ পিপলস ভলান্টিয়ার আর্মির এক প্রদর্শনী বেইজিংয়ে উদ্বোধন
  2020-10-19 19:00:28  cri
অক্টোবর ১৯: চাইনিজ পিপলস ভলান্টিয়ার আর্মির মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তা করার ৭০তম বার্ষিকী স্মরণে 'মহান বিজয় মনে রাখা এবং শান্তি ও ন্যায্যতা রক্ষা' শীর্ষক এক প্রদর্শনী শুরু হয়েছে। আজ (সোমবার) সকালে চীনা গণবিপ্লব সামরিক যাদুঘরে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং এতে ভাষণ দেন ও প্রদর্শনী উদ্বোধন করেন।

ভাষণে তিনি বলেন, মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য দানের যুদ্ধ হলো শান্তি রক্ষা এবং আগ্রাসন প্রতিরোধের ন্যায়সঙ্গত যুদ্ধ। প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্য হলো সার্বিকভাবে এ যুদ্ধের গৌরবময় ইতিহাস ও মূল্যবান অভিজ্ঞতা পর্যালোচনা করা এবং প্রাণবন্তভাবে চাইনিজ পিপলস ভলান্টিয়ার আর্মির বীরদের গল্প ও বিপ্লবের চেতনা তুলে ধরা। ফলে, নতুন যুগে দেশ ও বাহিনী শক্তিশালী করে গড়ে তোলার যাবে। কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ সিপিসি মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্য করার যুদ্ধের চেতনা পালন করে সার্বিক সচ্ছল সমাজ প্রতিষ্ঠা এবং চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা চালানো উচিত্ বলে জোর দিয়ে বলেন ওয়াং।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040