একশ তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি কর্মী চীনের 'তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার' জয় করেছেন
  2020-10-19 18:04:50  cri
অক্টোবর ১৯: চীনের ১৬তম যুব বিজ্ঞান ও প্রযুক্তি পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (রোববার) চ্যচিয়াং প্রদেশের ওয়েনচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। এতে একশ তরুণ কর্মী চীনের 'তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার' অর্জন করেছেন। তাদের মধ্যে ১০জন বিশেষ পুরস্কার জয় করেছেন।

পুরস্কারজয়ী একশ তরুণ বিজ্ঞানী মৌলিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিগত প্রকল্প, বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলাসহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যণীয় সাফল্য অর্জন করেছেন।

পরিসংখ্যানে দেখা যায়, চীনের 'তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কারে' অংশ নিয়েছিলেন প্রায় ১৬০০জন। এদের মধ্য থেকে ১৭১জন চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস এবং চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের একাডেমিশিয়ান নির্বাচিত হয়েছেন। অনেকে বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও গবেষণার একাডেমি, বড় ধরনের শিল্পপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা।

(লিলি/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040