আজ (সোমবার) সকাল ১০টায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য কার্যালয়ের মুখপাত্র লিউ আই হুয়া ২০২০ সালের প্রথম তিন কোয়ার্টারে জাতীয় অর্থনৈতিক অপারেশনের অবস্থা তুলে ধরার সময় এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রথম তিন কোয়ার্টারে জিডিপি গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থায়ী সম্পদ বিনিয়োগ গত বছরের তুলনায় ০.৮ শতাংশ বেড়েছে, পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ ০.৭ শতাংশ বেশি হয়েছে। এসব পরিসংখ্যান থেকে দেখা যায়, মহামারী প্রতিরোধ ও অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে চীন বিশ্বের সামনে এগিয়ে আছে। এতে চীনের অর্থনীতির শক্তিশালী নমনীয়তা ও প্রাণবন্ত রূপ ফুটে উঠেছে।
(লিলি/তৌহিদ/শুয়েই)