ইতালিতে মহামারী প্রতিরোধে নতুন ব্যবস্থা চালু
  2020-10-19 17:22:17  cri
অক্টোবর ১৯: সম্প্রতি ইতালিতে কোভিড-১৯ মহামারীর আবারও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। ১৮ অক্টোবর নতুন করে ১১,৭০৫জন আক্রান্ত মানুষ সনাক্ত হয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি ও দোকান খোলা রাখার সময় পরিবর্তনসহ নতুন প্রতিরোধক ব্যবস্থা চালু করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পি কন্তে।

এদিন রাতে এক প্রেস ব্রিফিংয়ে কন্তে বলেন, রাত ৯টার পর ব্যবসায়িক এলাকা ও চত্বর খোলা থাকা এবং বিভিন্ন দিবসের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন শহরের মেয়রগণ।

নতুন নিয়ম অনুযায়ী পাব, কফিশপ, রেস্তোরাঁ ও আইসক্রিমের দোকানগুলো ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। আসন না থাকলে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তিনি আরও বলেন, নতুন ব্যবস্থায় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেবে সরকার। সেই সঙ্গে স্কুল খোলা থাকবে, তবে উচ্চ বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সময় নমনীয় করার পরামর্শ দেয় সরকার। ইতালির আইসিইউ বিছানার সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, চিকিত্সকের সংখ্যা ৩৪ হাজার বেড়েছে। দেশটিতে দৈনিক দুই কোটি মাস্ক তৈরি হচ্ছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040