জনবহুল স্থানে চালানো হামলা অগ্রহণযোগ্য: জাতিসংঘ মহাসচিব
  2020-10-19 16:22:47  cri
অক্টোবর ১৯: বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার স্থায়ী সংঘর্ষ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস নিন্দা জানিয়ে বলেছেন, জনবহুল স্থানে হামলা অগ্রহণযোগ্য।

সম্প্রতি, আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে গত শুক্রবার ফের হামলা করা হয়। এতে শিশুসহ নিরীহ মানুষ হতাহত হয়েছে।

গুতেরহিস বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া আন্তর্জাতিক সমাজের যুদ্ধবিরতির আহ্বান বার বার উপেক্ষা করেছে। তিনি এজন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, দু'দেশের সামরিক অভিযানের পেছনে নিরীহ মানুষ ও বেসামরিক খাতের দায়িত্ব আছে।

গুতেরহিস আরও বলেন, তিনি লক্ষ্য করেছেন যে, দু'দেশ সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এবং তা রোববার কার্যকর হওয়ার কথা। তিনি আশা করেন, দু'দেশ এ প্রতিশ্রুতি বাস্তাবায়ন করবে এবং মিনস্ক গ্রুপের মধ্যস্থতায় আবারও আলোচনার টেবিলে বসবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040