চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে চালিকাশক্তি যোগাবে
  2020-10-19 16:22:10  cri

অক্টোবর ১৯: আজ (সোমবার) সকাল দশটায় চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় এক প্রেস ব্রিফিং আয়োজন করেছে। এতে চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতির অবস্থা অবহিত করেছে। এতে বলা হয়, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে চালিকাশক্তি যোগাবে।

পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লিউ আই হুয়া জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে চীনের রপ্তানি ৮.৭ শতাংশ বেড়েছে, আমদানি বেড়েছে ১১.৬ শতাংশ। চীনের রপ্তানির প্রবৃদ্ধির কারণ হলো- চীনে সবচেয়ে ভালোভাবে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা হয়েছে, চীনের শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদনকাজ পুরোদমে শুরু হচ্ছে। তাই চীনের শিল্প প্রতিষ্ঠান নিজের উত্পাদন পুনরুদ্ধারের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ও করোনাভাইরাস প্রতিরোধে সমর্থন দিচ্ছে। চীনের অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনে আমদানির চাহিদাও বাড়ছে।

মোটের ওপর বলতে গেলে, চীনের অর্থনীতির পুনরুদ্ধার শুধু চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যই সহায়ক নয়, বরং তা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারেও চালিকাশক্তি যোগাবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040