চীন-মার্কিন বিচ্ছিন্নতার প্রচার মার্কিন রাজনীতিকের স্বার্থপর আচরণ: জাপানি বিশেষজ্ঞ
  2020-10-19 11:29:55  cri
অক্টোবর ১৯: যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের চীন-মার্কিন বিচ্ছিন্নতার প্রচার আসলে স্বার্থপর আচরন। সম্প্রতি এ অভিমত প্রকাশ করেন জাপানের দি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান তাকাজু ওগাতা।

চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে তিনি বলেন, সম্প্রতি একশ্রেণির মার্কিন রাজনীতিক চীন ও যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করার কথা বলছেন। অথচ চীন ও যুক্তরাষ্ট্র অর্থনীতির ক্ষেত্রে একে অপরের শক্তিশালী পরিপূরক। দু'দেশের মধ্যে সহযোগিতা কল্যাণকর, সংঘাত ক্ষতিকর।

কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে চলে আসা মার্কিন প্রশাসন কর্তৃক চীন-বিরোধী অপপ্রচার সম্পর্কে তাকেজু ওগাতা বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচন সামনে। তবে, কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশটির সরকার ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরিয়ে আনার লক্ষ্যেই তারা চীনকে অপমান করছে। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040