বাহরাইন ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত
  2020-10-19 10:09:03  cri
অক্টোবর ১৯: বাহরাইন ও ইসরাইল গতকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে।

বাহরাইনের বার্তা সংস্থা জানিয়েছে, এদিন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ বিন রাশিদ আল জায়ানি ও ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেইর বেন-শাবাত কূটনৈতিক সম্পর্কসংক্রান্ত যৌথ ইস্তাহারে স্বাক্ষর করেন।

জানা গেছে, দু'দেশ অর্থ-বাণিজ্য, টেলিযোগযোগ, বিমান পরিষেবা ও ব্যাংকিংসহ নানান ক্ষেত্রেও সমঝোতা-স্মারক স্বাক্ষর করেছে। চিকিত্সা, পর্যটন, প্রযুক্তি ও কৃষিসহ নানান ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে দু'পক্ষের মধ্যে। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040