হংকং সরকার 'জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক অধ্যাদেশ'  সংশোধন করবে
  2020-10-18 19:16:40  cri

অক্টোবর ১৮: ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির বাইশতম অধিবেশনে গতকাল (শনিবার) 'জাতীয় পতাকা আইন সংশোধন ও জাতীয় প্রতীক আইন সংশোধন'-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার 'জাতীয় পতাকা ও জাতীয় প্রতীক অধ্যাদেশ'-এর সংশোধন শুরু করবে।

জাতীয় পতাকা আইন ও জাতীয় প্রতীক আইনটি ১৯৯৭ সালের পহেলা জুলাই হংকংয়ের মৌলিক আইনের তৃতীয় ধারায় অন্তর্ভুক্ত করা হয় এবং 'জাতীয় আইন ও জাতীয় প্রতীক অধ্যাদেশ' স্থানীয় আইন প্রয়োগ সংস্থার মাধ্যমে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে প্রয়োগ করা হয়েছিল।

এ বিষয়ে হংকং সরকার জানায় যে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জন্য প্রযোজ্য বিধানগুলো বাস্তবায়নের জন্য এবং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য এ অধ্যাদেশটি সংশোধন করা হবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040