আইন অনুযায়ী, কোনো দেশ বা অঞ্চল রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করে চীনের নিরাপত্তা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত করলে চীন সেদেশ বা অঞ্চলের ওপর সমান ব্যবস্থা নিতে পারবে।
এ আইনটি আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং তা চীনের নিরাপত্তাজনিত স্বার্থ রক্ষা করবে।
চীনের জাতীয় গণ-কংগ্রেসের আইন কমিশনের অর্থনৈতিক আইন কার্যালয়ের পরিচালক ওয়াং রুই হ্য জানান, এ আইনে দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা, বিস্তার রোধের দায়িত্ব পালন করাসহ বিভিন্ন আন্তর্জাতিক দায়িত্ব, প্রযুক্তি ও সেবা নিয়ন্ত্রণ আইটেমেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া, সংশ্লিষ্ট প্রযুক্তির বিষয়ও এর আওতায় রয়েছে।
তিনি আরও বলেন, এ আইন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, চীনের প্রণীত রপ্তানি নিয়ন্ত্রণ-সংশ্লিষ্ট একটি আইন। যা নতুন পরিস্থিতিতে আরও ভালোভাবে রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণে শক্তিশালী আইনগত নিশ্চয়তা দেবে।
(শুয়েই/তৌহিদ/লিলি)