চীনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে
  2020-10-18 19:08:35  cri
অক্টোবর ১৮: তিন বার যাচাইয়ের পর ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ীয় কমিটির ২২তম অধিবেশনে 'চীনের রপ্তানি নিয়ন্ত্রণ আইন' গৃহীত হয়েছে। আইনটি আগামী পহেলা ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকাভাবে কার্যকর হবে।

আইন অনুযায়ী, কোনো দেশ বা অঞ্চল রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার করে চীনের নিরাপত্তা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত করলে চীন সেদেশ বা অঞ্চলের ওপর সমান ব্যবস্থা নিতে পারবে।

এ আইনটি আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং তা চীনের নিরাপত্তাজনিত স্বার্থ রক্ষা করবে।

চীনের জাতীয় গণ-কংগ্রেসের আইন কমিশনের অর্থনৈতিক আইন কার্যালয়ের পরিচালক ওয়াং রুই হ্য জানান, এ আইনে দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা, বিস্তার রোধের দায়িত্ব পালন করাসহ বিভিন্ন আন্তর্জাতিক দায়িত্ব, প্রযুক্তি ও সেবা নিয়ন্ত্রণ আইটেমেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া, সংশ্লিষ্ট প্রযুক্তির বিষয়ও এর আওতায় রয়েছে।

তিনি আরও বলেন, এ আইন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, চীনের প্রণীত রপ্তানি নিয়ন্ত্রণ-সংশ্লিষ্ট একটি আইন। যা নতুন পরিস্থিতিতে আরও ভালোভাবে রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণে শক্তিশালী আইনগত নিশ্চয়তা দেবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040