অক্টোবর ১৮: আগামী ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত 'তৃতীয় চীন শস্য বাণিজ্য সম্মেলন' চীনের ফুচৌ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীকেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই সময় সিয়ামেন শহরে 'বিশ্ব খাদ্য দিবস ও জাতীয় খাদ্য নিরাপত্তা প্রচার সপ্তাহের' কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এই বাণিজ্য সম্মেলনের উদ্দেশ্য হলো জাতীয় খাদ্য নিরাপত্তা কৌশল গভীরভাবে বাস্তবায়ন করা, উচ্চমানের খাদ্য প্রকল্পগুলো জোরদার করা, খাদ্য শিল্পের উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করা এবং জাতীয় খাদ্য নিরাপত্তা সক্ষমতা বাড়ানো।
বাণিজ্য সম্মেলন ফুচিয়ানের বিক্রয় খাতের বৈশিষ্ট্যগুলো সমন্বিত করবে, উত্পাদন ও বিপণন খাতে সহযোগিতা প্রচার করবে এবং শস্য খাতের গোটা শিল্প চেইন বিকাশের সুবিধা বিশ্লেষণ করবে। এ সম্মেলন আয়োজনে তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হবে এবং সম্মেলনের জন্য নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করা হবে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)