সিনচিয়াংয়ের শিল্পপ্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপ আধিপত্যবাদী আচরণ
  2020-10-18 18:17:38  cri
অক্টোবর ১৮: সম্প্রতি 'বাধ্যতামূলক শ্রমের' অভিযোগে সিনচিয়াংয়ের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য দপ্তরের উপ-প্রধান আসিহায়ের তুয়েরসুন গত ১৬ অক্টোবর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি আধিপত্যবাদী আচরণ।

তিনি সিনচিয়াংয়ের শ্রম ও কর্মসংস্থান নিশ্চিতবিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এ নিন্দা জানান।

তিনি বলেছেন, এসব ব্যক্তিগত শিল্পপ্রতিষ্ঠান স্থানীয় আইন অনুযায়ী নিবন্ধন করা হয়েছে এবং ব্যবসা পরিচালনা করছে। আইন অনুযায়ী কর্মীদের বেতনভাতা, ছুটি ও সামাজিক বীমা সুবিধাসহ বিভিন্ন অধিকার নিশ্চিত করা হয়। এসব শিল্পপ্রতিষ্ঠান সংখ্যালঘু জাতির জনগণকে স্থায়ী দারিদ্র্য থেকে মুক্ত করেছে এবং শিল্পপ্রতিষ্ঠানের কর্মীরা অনেক সন্তুষ্ট। তথাকথিত 'বাধ্যতামূলক শ্রমের' কোনও অস্তিত্ব এখানে নেই। যুক্তরাষ্ট্র বাস্তবতা অবস্থা অগ্রাহ্য করে শিল্পপ্রতিষ্ঠান ও তার কর্মীদের সঙ্গে যোগাযোগ না করে জোরপূর্বক শাস্তি আরোপ করেছে, যা গুরুতরভাবে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘন করেছে এবং বৈদেশিক শিল্প চেইন ও সরবরাহ চেইন নষ্ট করেছে।

তিনি বলেন, আইনগত পদ্ধতিতে নিজেদের বৈধ স্বার্থ রক্ষা করবে চীনের শিল্পপ্রতিষ্ঠান। বাস্তবতাকে সম্মান জানিয়ে বৈষম্য বন্ধ করা এবং দু'দেশের প্রতিষ্ঠানের স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক বিনিময় পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকে তাগিদ দেন তিনি।

লিলি/তৌহিদ/শুয়ে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040