চীন প্রতিবছর ধান উত্পাদন ২০ কোটি টনের বেশি নিশ্চিত করা হবে
  2020-10-18 16:36:56  cri

অক্টোবর ১৮: চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রী হান ছাং ফু আজ (রোববার) বলেছেন, খাদ্য নিরাপত্তায় প্রাদেশিক গভর্নরকে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে হবে, সহায়তানীতি জোরদার করতে হবে, প্রয়োজনীয় ভর্তুকিব্যবস্থা সুসংহত করতে হবে এবং প্রধান ধান উত্পাদন এলাকা ও কৃষকের শস্য উত্পাদন ক্ষমতা রক্ষা করতে হবে। পাশাপাশি, চীনে ৪৫ কোটি মু এলাকায় (এক মু ৬৬৬ বর্গমিটার) ধান চাষ নিশ্চিত করতে হবে। যেন, চাল উত্পাদনের পরিমাণ ২০ কোটি টনের বেশি নিশ্চিত করা যায়।

এদিন আয়োজিত 'তৃতীয় হেই লুং চিয়াং আন্তর্জাতিক চাল উত্সবের' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সর্বপ্রথম চালের উত্পাদন রক্ষা করতে হবে। চীনে ধান চাষের জমির পরিমাণ বিশ্বের মোট ধান চাষের জমির ২০ শতাংশ। সেই সঙ্গে ধান উত্পাদনের পরিমাণ বিশ্বের মোট উত্পাদিত ধানের প্রায় ৪০ শতাংশ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে চীন উচ্চ মানের কৃষিক্ষেত গড়ে তুলবে, কৃষিযন্ত্রের মান উন্নত করবে, জলসেচ ও গুদামজাতকরণ সেবাসহ বিভিন্ন ব্যবস্থা আরও ভালো করবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040