চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্র জানিয়েছে, চীনা বাজারের খাবার থেকে করোনাভাইরাসে সংক্রমিত হবার ঝুঁকি খুবই কম। সম্প্রতি চীনের সংশ্লিষ্ট বিভাগ কোল্ড-চেইনের খাবারে করোনাভাইরাস অনুসন্ধানে নিউক্লিক এসিড পরীক্ষা করেছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, ২৪টি প্রদেশের ২৯ লাখ ৮০ হাজার নমুনা পরীক্ষার পর শুধুমাত্র ২২টি খাবারের বাইরের প্যাকেটে করোনাভাইরাস পাওয়া গেছে। তবে কোনও জীবিত ভাইরাস পাওয়া যায় নি।
চীনের সংশ্লিষ্ট বিভাগ ইতোমধ্যে আমদানিকৃত হিমায়িত খাবারের করোনাভাইরাস তত্ত্বাবধান ও জীবাণুমুক্তকরণ ব্যবস্থা জোরদার করেছে। এক পরামর্শে বলা হয়, সবার উচিত কাঁচা ও সিদ্ধ খাবার আলাদাভাবে রাখা। তবে, আমদানিকৃত সামুদ্রিক খাবার নিরাপদ বলে উল্লেখ করা হয়।
(শুয়েই/তৌহিদ/লিলি)