মনে হয় প্রতিটি মানুষ ছোটবেলায় জানতেন-কখন শাপলা ফুল ফোটে? কখন বেশি বৃষ্টি হয়? কখন ধান পাকে? এসব প্রাকৃতিক পরিবর্তন দেখে মানুষ সময় জানতে পারে এবং পরবর্তীতে নানা কাজ করতে পারে— এটি কৃষকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আজকের পাঠ প্রাকৃতিক পরিবর্তন সম্পর্কিত একটি প্রবন্ধ, এর লেখক চু খ্য চেন। তিনি চীনের বিখ্যাত আধুনিক বিজ্ঞানী ও শিক্ষাবিদ এবং চীনের আধুনিক ভূগোল ও আবহাওয়া বিজ্ঞানের প্রতিষ্ঠাতা। আবহাওয়া ও প্রাণী উদ্ভিদের পরিবর্তন তার গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ, আর তিনি এসব পরিবর্তনকে 'প্রাকৃতিক ভাষা' বলেছেন। প্রাকৃতিক ভাষার মাধ্যমে মানুষ প্রকৃতির নিয়ম জানতে পারে। প্রাচীনকালে চীনা মানুষ এসব নিয়ম আবিষ্কার করে এবং তা অনুসারে চান্দ্রপঞ্চিকার ২৪টি সৌরপর্যায় সৃষ্টি করে ও কৃষিকাজ করে। বর্তমানে বিজ্ঞানপ্রযুক্তি উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রকৃতির পরিবর্তন মানুষের উত্পাদন ও জীবনে অতীতের মত এত বড় প্রভাব ফেলে না; তবে এর গবেষণা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানবজাতির টেকসই উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ। এটাই প্রাকৃতিক ভাষা গবেষণার লক্ষ্য।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
自然 zì rán প্রকৃতি 自然的语言 zì rán de yǔ yán প্রাকৃতিক ভাষা 自然的变化 zì rán de biàn huà প্রাকৃতিক পরিবর্তন 保护自然 bǎo hù zì rán প্রকৃতি সংরক্ষণ
气候 qì hòu জলবায়ু 气候变化qì hòu biàn huàজলবায়ু পরিবর্তন 这里的气候很好 zhè lǐ de qì hòu hěn hǎo এখানকার জলবায়ু খুব ভালো
记录 jì lù রেকর্ড করা 记录变化 jì lù biàn huàপরিবর্তন রেকর্ড করা 记录自己的想法 jì lùzì jǐ de xiǎng fǎ নিজের ধারণা রেকর্ড করা 记录考试结果jì lùkǎo shì jié guǒ পরীক্ষার ফল রেকর্ড করা
影响 yǐng xiǎng প্রভাব 积极的影响jī jí de yǐng xiǎng ইতিবাচক প্রভাব 气候变化对人们会有什么影响?qì hòu biàn huà duì rén mén yǒu shěn me yǐng xiǎng ? জলবায়ু পরিবর্তন মানুষের ওপর কী কী প্রভাব ফেলবে?