বিশ্বের দারিদ্র্যবিমোচনে চীনের অভিজ্ঞতার প্রশংসনীয় অবস্থার কারণ জানিয়েছে সিআরআই সম্পাদকীয়
  2020-10-17 19:10:07  cri
অক্টোবর: ১৭: আজ (শনিবার) চীনের দারিদ্র্যবিমোচন দিবস এবং আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস। বিশ্ব ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক দারিদ্র্যের মানদণ্ড অনুযায়ী, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার ৪০ বছরে চীনে ৮০ কোটিরও বেশি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। যা বিশ্বের দারিদ্র্যমুক্ত মানুষের ৭০ শতাংশ। ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত, চীনে দরিদ্রতার হার আগের ১০.২ শতাংশ থেকে কমে হয়েছে ০.৬ শতাংশ। চলতি বছর চীনে সার্বিকভাবে চরম দরিদ্রতা দূরীকরণের লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। এতে করে চীন জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচীর নির্ধারিত সময়ের দশ বছর আগেই মিশন বাস্তবায়ন করতে পারবে। এভাবে চীন বিশ্বের দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

চীনের দারিদ্র্যবিমোচন কাজের সাফল্য সম্পর্কে সিআরআই সম্পাদকীয়তে বলা হয়, ২০১৫ সালের দারিদ্র্যবিমোচন ও উন্নয়ন-বিষয়ক উচ্চপদস্থ ফোরামে চীনের সর্বোচ্চ নেতা বলেছিলেন, চীন উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যবিমোচনের নীতিতে অবিচল রয়েছে এবং উন্নয়নকে দারিদ্র্যবিমোচনের মূল পদ্ধতি হিসেবে মনে করে।

চীন নিজ দেশের দারিদ্র্যবিমোচনের সঙ্গে সবসময় সক্রিয়ভাবে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা করেছে। চীন ব্যাপক উন্নয়নশীল দেশ, বিশেষ করে সবচেয়ে অনুন্নত দেশের দরিদ্রতা নির্মূলের জন্য সাহায্য করেছে। চীন বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এগিয়ে নিয়েছে, উন্নয়নশীল দেশের দারিদ্র্যবিমোচনের পরিবেশ সৃষ্টি করেছে।

ভবিষ্যতে চীন উন্নয়নের মাধ্যমে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার জোরদার করবে, আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচনের বিনিময় ও সহযোগিতার নতুন পদ্ধতি সম্প্রসারণ করবে, বিশ্ব থেকে দরিদ্রতা দূর করায় অবদান রাখবে।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040