গত দুই বছরে সহস্রাধিক বিদেশি সিনচিয়াংয়ের শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেছেন
  2020-10-17 17:07:24  cri

অক্টোবর ১৭: '২০১৮ সালের শেষ থেকে জাতিসংঘের কিছু কর্মকর্তা, চীনে বিদেশি রাষ্ট্রদূত, জেনিভায় সংশ্লিষ্ট দেশের স্থায়ী প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় গোষ্ঠীসহ ৯০টিরও বেশি দেশ থেকে সহস্রাধিক মানুষ চীনের সিনচিয়াং সফর করেছেন। তাঁরা সবাই স্থানীয় শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেছেন।'

সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল গতকাল (শুক্রবার) সিনচিয়াংয়ে শ্রম ও কর্মসংস্থান সুরক্ষা ইস্যুতে একটি বিশেষ সংবাদ সম্মেলন আয়োজন করেছে। সরকারি প্রেস অফিসের মুখপাত্র উপরোক্ত বক্তব্য দিয়েছেন।

তিনি আরও বলেন, সিনচিয়াং পরিদর্শনকারী অনেক বিদেশি বলেছেন যে, তারা শিক্ষা ও প্রশিক্ষণকেন্দ্রের আসল পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন এবং তারা আন্তর্জাতিক সমাজের সন্ত্রাসবাদ ও মৌলবাদবিরোধী লড়াইয়ে সিনচিয়াংয়ের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিয়েছেন।

মুখপাত্র আরও বলেন, 'সিনচিয়াংয়ের দরজা উন্মুক্ত ও নীতি সামঞ্জস্যপূর্ণ। সিনচিয়াংয়ে সব নৃগোষ্ঠীর লোকজন উষ্ণ ও অতিথিপরায়ণ। আমরা বিদেশিদের সিনচিয়াং সফরে স্বাগত জানাই।' তবে, বিদেশিদের উচিত চীনের আইন ও বিধি মেনে চলা।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040