অক্টোবর ১৭: শতাধিক দেশের চার শতাধিক রাজনৈতিক পার্টির প্রতিনিধি, বিভিন্ন রাষ্ট্রদূত এবং থিংক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা দারিদ্র্য দূরীকরণ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা সম্পর্কিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন। চীনের ফুচৌ শহর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয় ও সিপিসি'র ফুচিয়েন প্রাদেশিক কমিটি অনলাইনে ও সরাসরি এর আয়োজন করে। এ সময় বিদেশি রাষ্ট্রদূতগণ ১৩ অক্টোবর ছিসি গ্রামের দারিদ্র্যবিমোচন সম্পর্কে জানতে পারেন। তাঁরা চীনের দারিদ্র্যবিমোচনের প্রশংসা করেছেন।
চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন যে, আমরা যে জায়গায় যাচ্ছি তা এক সময় চীনের দরিদ্রতম অঞ্চল ছিল। তবে, এখন আমরা দ্রুতগতির ট্রেনে সেখানে যাচ্ছি। রাস্তার পাশে উঁচু ভবন ও সুখী মানুষের চেহারা আমাদের মনে গভীর ছাপ ফেলেছে।
বুলগেরিয়ার রাষ্ট্রদূত গ্রিগোর পোলোজানভ বলেন, 'আমি এখানকার প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেছি, মনোরম দৃশ্য এবং গ্রামগুলোও যেন প্রকৃতির অংশ। আমি এখানকার মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য দেখে ঈর্ষা করি। গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থানীয় লোকদের দেখে আমি খুব খুশি।
চীনে মালদোভার রাষ্ট্রদূত বেলাকিস দুমিত্রু ৩০ বছর আগে চীনের গ্রামাঞ্চল সম্পর্কে জানতে চীন সফর করেছিলেন। এবার যখন তিনি ছিসি গ্রামে যান, তখন তার সামনে 'বিশ্ব কাঁপানো' দৃশ্য উন্মোচিত হয়! এত অল্প সময়ে দারিদ্র্য দূর করার জন্য চীনের প্রশংসা করেন তিনি।
এ অঞ্চল পরিদর্শনকালে সবাই ছিসি গ্রামের নতুন অবস্থার প্রশংসা করেছেন।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)