অক্টোবর ১৭: শনিবার চীনের সপ্তম জাতীয় দারিদ্র্যবিমোচন দিবস এবং জাতিসংঘের ২৮তম আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচন দিবস। এদিন শতাধিক দেশের চার শতাধিক রাজনৈতিক পার্টির প্রতিনিধি, বিভিন্ন রাষ্ট্রদূত এবং থিংক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা দারিদ্র্য দূরীকরণ ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা সম্পর্কিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন। চীনের ফুচিয়েন প্রদেশের ফুচৌ শহরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয় ও সিপিসি'র ফুচিয়েন প্রাদেশিক কমিটি অনলাইনে ও সরাসরি এর আয়োজন করে।
সম্মেলনে অতিথিরা দারিদ্র্যবিমোচন ও মানবসভ্যতার বিকাশ, চীনের দারিদ্র্যবিমোচন এবং আন্তর্জাতিক দারিদ্র্য নিরসনের মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং দরিদ্রতা হ্রাসে তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। সিসিটিভি'র সাথে একান্ত সাক্ষাত্কারে রাষ্ট্রদূতরা উল্লেখ করেন যে, চীনের সফলতার মডেল বিশ্বের অন্যান্য দেশের জন্য কার্যকরী এবং তারা চীনের সাথে আরও সহযোগিতা করতে চান।
পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, 'চীনের সাফল্য বেশ মূল্যবান। দুই দেশ আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণে সহযোগিতা করছে।
মিশরের রাষ্ট্রদূত বলেন, দারিদ্র্যবিমোচনে চীনের অভিজ্ঞতা বিশ্লেষণ তাঁর কাজের কেন্দ্রীয় অংশ। ফুচৌ সিটিজেন সার্ভিস সেন্টার পরিদর্শন করে রাষ্ট্রদূত বলেন, তিনি বিশ্বের কোথাও এত উচ্চ দক্ষতা দেখেননি।
এ বছর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনে বুর্কিনা ফাসোর রাষ্ট্রদূত আদামা কমপো বলেন, এ ফোরাম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এ ফোরামটি একটি উইন-উইন সহযোগিতার মঞ্চে পরিণত হবে।
(জিনিয়া/তৌহিদ/শুয়েই)