ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ; আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নতুন সহায়তা
  2020-10-17 16:18:08  cri

ইউরোপজুড়ে নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বা দ্বিতীয় দফার সংক্রমণ শুরু হয়েছে। ইউরোপের দেশগুলোতে দ্রুত হারে করোনার সংক্রমণ ছড়াচ্ছে। জনস হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিন কোটি ৮০ লাখ ছাড়িয়েছে এবং এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখের বেশি মানুষ। নভেল করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় ফ্রান্সে কারফিউ জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

শ্রোতাবন্ধুরা এ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের সংবাদ পর্যালোচনায়।

গোটা ইউরোপজুড়ে নভেল করোনাভাইরাসের দ্বিতীয় সংক্রমণ আঘাত হেনেছে। ইতালি থেকে শুরু করে জার্মানি, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ড—সবখানে একই অবস্থা দেখা দিয়েছে। করোনাভাইরাসের এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইউরোপের দেশগুলো নতুন করে বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে।

জার্মানি ঘোষণা করেছে, সংক্রমণের উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পানশালা ও রেস্তোরাঁ বেশি সময় খোলা রাখা যাবে না। গত এপ্রিলের পর থেকে বুধবার জার্মানিতে প্রথমবারের মতো পাঁচ হাজারের বেশি করোনায় আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল গতকাল বুধবার কড়া বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন।

ঘোষিত বিধিনিষেধে বলা হয়েছে, এক লাখ বাসিন্দার কোনো এলাকায় ৫০ জনের বেশি করোনায় আক্রান্ত হলে সে এলাকার পানশালা ও রেস্তোরাঁ রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া দুই বাড়ি মিলে ১০ জনের বেশি একসঙ্গে জড়ো হওয়া যাবে না।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় ফ্রান্সে কারফিউ জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ। তিনি জানিয়েছেন, প্যারিসসহ ৯টি শহরে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ‌ থাকবে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এই কারফিউ। অন্তত চার সপ্তাহ কারফিউ চলবে। প্রয়োজনে ছয় সপ্তাহ পর্যন্ত বাড়ানো হতে পারে। কারফিউর পাশাপাশি গণস্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থাও ঘোষণা করেন ফরাসি প্রেসিডেন্ট। সবাইকে কঠোরভাবে সরকারি নির্দেশ মেনে চলতে হবে বলে জানান তিনি।

ফ্রান্সে এখনো ৯১০০জন কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। গত জুনের পর এত সংখ্যক কোভিড-১৯ রোগী হাসপাতালে ছিল না।

ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করা হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে লকডাউন চলছে। ক্যাফে থেকে রেস্তোরাঁ রাত ১০টার আগেই সব বন্ধ হয়ে যায়।

এদিকে কোভিড-১৯ নতুন করে মাথাচাড়া দেওয়ায় স্পেনের উত্তর-পূর্ব অঞ্চল কাতালোনিয়ায় আগামী ১৫ দিনের জন্য পানশালা ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

করোনার সংক্রমণ বাড়ায় চেক প্রজাতন্ত্রে আবারও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে সেখানকার পানশালাও।

রাশিয়ায় বুধবার একদিনে ১৪,৩২১জন রোগী সনাক্ত হয়। সংক্রমিত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন ক্রয় ও বিতরণ, পরীক্ষা এবং চিকিৎসা করতে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের জন্য ১২০০ কোটি মার্কিন ডলার অনুমোদন করার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষকে ভ্যাকসিন প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে।

তবে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সক্ষম কার্যকর ভ্যাকসিন বা টিকা এলেও আগামী বসন্তে মানুষের জীবনযাপন স্বাভাবিক হবে না বলে সতর্ক করেছেন একদল বিজ্ঞানী। অথচ প্রায় সবাই আশায় বুক বেঁধে আছে যে করোনার ভ্যাকসিন এলেই বন্ধ করা যাবে করোনাভাইরাসের মহামারির প্রকোপ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040