চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
শেনচেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিন '১২৮তম কুয়াংতো বাণিজ্যমেলা' কুয়াংচৌ শহরে অনলাইনে উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট অবস্থা তুলে ধরে মুখপাত্র চাও বলেন, দু'শতাধিক দেশ ও অঞ্চলের ২৬ হাজার শিল্পপতি বাণিজ্যমেলায় অংশ নিয়েছেন। অনলাইনে প্রদর্শিত পণ্যের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে।
তিনি বলেন, কুয়াংতোং বাণিজ্যমেলা হল চীনের বৈদেশিক উন্মুক্তকরণ ও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। প্রতিষ্ঠার ৬৩ বছরে তা কখনওই বন্ধ হয়নি। চীনের সংস্কার বন্ধ হয় নি এবং উন্মুক্তকরণও থামেনি। চীনের বৈদেশিক উন্মুক্তকরণের দরজা আরো বিস্তৃত হবে বলে উল্লেখ করেন মুখপাত্র।
(লিলি/তৌহিদ/শুয়েই)