তিনি বলেছেন, ২০২০ সাল হল চীনের সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলা এবং দারিদ্র্যমুক্তির লক্ষ্য পূরণের শেষ বছর। করোনাভাইরাসের মহামারি এবং গুরুতর বন্যার পরও সিপিসি দৃঢ়ভাবে সময়মতো দারিদ্র্যমুক্তির লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। বর্তমানে এ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিভিন্ন স্তরে পার্টির শাখা ও সরকারের উচিত চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত চেষ্টা করে যাওয়া।
তিনি বলেন, বিভিন্ন এলাকার বিভিন্ন বিভাগের উচিত দারিদ্র্যমুক্তির অভিজ্ঞতার সারসংক্ষেপ করা, দারিদ্র্যমুক্তির ব্যবস্থা কাজে লাগানো, দারিদ্র্যবিমোচনের অগ্রগতি ও গ্রামের পুনরুদ্ধার সংযুক্ত করা, দারিদ্র্যবিমোচন নীতির স্থিতিশীলতা বজায় রাখা, দারিদ্র্যবিমোচনের সাফল্য সুসংবদ্ধ করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং সব মানুষের যৌথভাবে ধনী হওয়ার লক্ষ্য পূরণ করা।
(শুয়েই/তৌহিদ/লিলি)