এটা হাস্যকর যে, গোটা বিশ্বজুড়ে জোর খাটাতে অভ্যস্ত মার্কিন রাজনীতিক সম্প্রতি চীনের বিরুদ্ধে অন্য দেশকে দাবিয়ে রাখার অভিযোগ উত্থাপন করেন। তিনি চীনকে আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালান। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোন দেশ বিশ্বজুড়ে অন্যান্য দেশের ওপর নিজের মতামত জোর করে চাপিয়ে দিচ্ছে ও কোন দেশ বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে, তা বিশ্ববাসী জানে। গত এক বছরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইউরোপ, মধ্যপ্রাচ্য বা ল্যাতিন আমেরিকা—যেখানেই গেছেন, চীনকে অপমান করাকেই তার সফরের মূল বিষয়ে পরিণত করেছেন। তিনি নানান কায়দায় মিথ্যাচার করেছেন এবং অন্যান্য দেশকে চীনের ৫জি প্রযুক্তি ব্যবহার না-করার জন্য উস্কানি দিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে ল্যাতিন আমেরিকা সফরকালে তিনি সুরিনাম ও গায়ানাকে চীন বা যুক্তরাষ্ট্রের মধ্যে একটাকে বেছে নেওয়ার কথা বলেন। এ ধরনের আচরণ আখেরে যুক্তরাষ্ট্রকে বিশ্বে বন্ধুহীন করে দেবে। (রুবি/আলিম/শিশির)