ব্যাংককে থাই প্রধানমন্ত্রী'র সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী'র বৈঠক
  2020-10-16 16:08:17  cri

অক্টোবর ১৬: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার সঙ্গে ব্যাংককে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ওয়াং ই থাই প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশটির রাজার কাছে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা পৌঁছে দেন।

বৈঠকে ওয়াং ই বলেন, নিজস্ব সামাজিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ বেছে নিতে থাইল্যান্ডকে সমর্থন দেয় চীন। চীন থাইল্যান্ডের সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার এবং কোভিড-১৯ মহামারিপরবর্তীকালে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে চায়।

তিনি আরও বলেন, দু'দেশের উচিত যৌথভাবে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এবং ভ্যাকসিন-সহযোগিতা জোরদার করা। চীন থাইল্যান্ডের সঙ্গে দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা শেয়ার, দারিদ্রবিমোচনের সহযোগিতা জোরদারসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলেন, কোভিড-১৯ প্রতিরোধে চীন যে সমর্থন ও সহযোগিতা করেছে, তাতে কৃতজ্ঞ থাইল্যান্ড। দেশটি অব্যাহতভাবে 'একচীন নীতি' মেনে চলবে এবং চীনের দারিদ্র্যবিমোচনের অভিজ্ঞতা কাজে লাগাবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040