আজকের 'জীবন যেমন' আসরে ঊর্মির সাথে যোগ দিচ্ছেন ডক্টর ডক্টর মারুফ মোল্লা। তিনি চীনের নামকরা সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেছেন এবং বর্তমানে গুয়াংকৌতে কর্মরত রয়েছেন। তিনি চীনে প্রায় নয় (৯) বৎসর যাবত বসবাস করছেন। তার এই দীর্ঘ নয় বছরের জীবনে তিনি চীনের জীবনব্যবস্থা ও উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। তিনি চীনকে ভালবাসেন, চীনা সংস্কৃতি ভালবাসেন। চীনা রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে গুরুত্বের চোখে দেখেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীনের উন্নয়ন নিয়ে মারুফের নিজের বিশেষ অনুভুতি রয়েছে। পাশাপাশি, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। চলুন কথা বলি তাঁর সঙ্গে।