অভিনন্দনবাণীতে চীনা প্রধানমন্ত্রী বলেন, নিয়ম ও আইনকানুন হলো আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান হাতিয়ার এবং বিভিন্ন বিরোধ সমাধানের পদ্ধতি। সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার অব্যাহতভাবে বাণিজ্য-পরিবেশ উন্নয়ন করতে আসছে। চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণও চালিয়ে যাচ্ছে এবং একটি ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি আশা করেন যে, বিভিন্ন পক্ষ এ বিরোধ সমাধানের মঞ্চকে কাজে লাগিয়ে যৌথভাবে সংশ্লিষ্ট সকল পক্ষের বৈধ অধিকার রক্ষা করবে এবং অবাধ বাণিজ্য উন্নয়নের আরও সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে।
নবগঠিত সংস্থাটি ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। (ইয়াং/আলিম/ছাই)