এবারের মেলায় অফলাইন প্যাভিলিয়ের আয়তন প্রায় ২০ হাজার বর্গমিটার। বিশ্বের বিভিন্ন সুখাদ্য এসব প্যাভিলিয়নে স্থান পেয়েছে। তা ছাড়া, খাদ্যশিল্পে নতুন উত্পাদন প্রযুক্তি, নতুন ব্যবসার রূপ এবং নতুন উন্নয়ন সম্ভাবনার কথাও প্রচারিত হচ্ছে এসব প্যাভিলিয়নে। এবারের মেলায় ২৫টি খাদ্য-প্রকল্প রয়েছে। এর মধ্যে দেশি প্রকল্প ১৭টি, যাতে মোট বিনিয়োগ ১৭৬৯.৬ কোটি ইউয়ান। আর বিদেশি প্রকল্প ৭টি, যাতে বিনিয়োগ ৯৬.৯ কোটি মার্কিন ডলার। এ ছাড়া আছে একটি কৌশলগত সহযোগিতা প্রকল্প। (ইয়াং/আলিম/ছাই)