সংস্কার ও উন্মুক্তকরণ এগিয়ে নিয়ে যাওয়া হবে: সি চিন পিং
  2020-10-15 19:18:38  cri

অক্টোবর ১৫: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি কুয়াং তোং প্রদেশ পরিদের্শনের সময় জোর দিয়ে বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির কৌশলগত পরিকল্পনা অনুসারে ও উদ্ভাবনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, ভবিষ্যতে নতুন উন্নয়নের ধারণা অনুসরণ করা হবে, উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নের ধারা বজায় রাখা হবে, এবং সার্বিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, কুয়াং তোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল গড়ে তোলার কাজ সফলভাবে শেষ করা হবে, আরও আধুনিক ও উন্নত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে, বাস্তুসংস্থান সুরক্ষা করা হবে, এবং জনগণের উন্নত জীবনমান নিশ্চিত করতে বিভিন্ন খাতে নতুন ও বড় অগ্রগতি অর্জনের চেষ্টা করা হবে।

১২ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত্র, সি চিন পিং পর্যায়ক্রমে ছাও চৌ, সান থৌ ইত্যাদি শহর পরিদের্শন করেন। এসময় তিনি কোভিড-১৯ প্রতিরোধক কার্যক্রমের সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের সমন্বয় এবং চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা প্রণয়ন বিষয়ে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিক্‌নির্দেশনা দেন। (আকাশ/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040