স্যু ওয়েই তোং বলেন, ডক্টর কন্টিস ভারতীয় জনগণের শ্রেষ্ঠ প্রতিনিধি এবং চীন-ভারত মৈত্রীর প্রতীক। ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নয়াদিল্লিতে ডক্টর কন্টিসের বোন মনোরমা কন্টিসের সঙ্গে দেখা করেন এবং তারা হাতে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির মৈত্রী পুরস্কার' তুলে দেন। গত ৩ সেপ্টেম্বর জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনাদের বিজয় এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে সি চিন পিং বলেছিলেন, কানাডার ডক্টর হেনরি নরম্যান বেথুনে ও ভারতীয় ডক্টর কন্টিসের মতো যারা চীনকে সাহায্য করেছেন, তাদের কথা কোনোদিন ভুলবে না চীনা মানুষ। (রুবি/আলিম/শিশির)