তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী চীন হবে এ বছর একমাত্র প্রবৃদ্ধি অর্জনকারী বড় দেশ। চীনের রপ্তানি পরিস্থিতিও স্থিতিশীল আছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রা হিসেবে আরএমবি মজুত রাখা হচ্ছে। এ অবস্থায় ডলারের বিপরীতে আরএমবি'র মূল্যবৃদ্ধি স্বাভাবিক।
স্যু কুও ফেং আরও বলেন, চীনের গণব্যাংক আরএমবি'র বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করবে। (রুবি/আলিম/শিশির)